সিলেটে ‘ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো’ শুরু ৩০ অক্টোবর

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটে প্রথমবারের মতো ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো ২০২৫’। পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট এর আয়োজন করছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ইভেন্টের প্রথম ও শেষ দিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিনামূল্যে। আর মূল এক্সপো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। এক্সপোতে অংশগ্রহণের জন্য নির্ধারিত প্রবেশমূল্য এক হাজার টাকা।

‘ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো ২০২৫’-এর মাধ্যমে সিলেটের ওয়েডিং ও ইভেন্ট ইন্ডাস্ট্রিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপন করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ড, ইভেন্ট ম্যানেজার, ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, ক্লোথিং ব্র্যান্ড ও সেবা প্রদানকারীরা একত্রিত হবেন।

গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া জানান, ‘আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশ নয়; বরং পুরো বিশ্বের কাছে সিলেটকে তুলে ধরা’।