কয়েকবারের চেষ্টায়ও আটকানো যায়নি ক্ষেপণাস্ত্রটি, জানিয়েছে আইডিএফ

হাউছিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরাইলের প্রধান বিমানবন্দর

আলজাজিরা
Printed Edition
ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের ৩ নং টার্মিনাল এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের পর নিরাপত্তাবাহিনীর তৎপরতা : ইন্টারনেট
ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের ৩ নং টার্মিনাল এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের পর নিরাপত্তাবাহিনীর তৎপরতা : ইন্টারনেট

ইয়েমেন থেকে হাউছিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। ইসরাইলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানায়, রোববারের এ হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে তারা বেশ কয়েকবার চেষ্টা করেছে; কিন্তু সেটি বেন গুরিয়ন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল এলাকায় আঘাত হেনেছে।

এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ‘বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় একটি আঘাত শনাক্ত হয়েছে।’ কেন তারা এ ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরাইলি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট। জেরুসালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হলো।

ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে দেয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে বিমানবন্দরটির আকাশপথ বন্ধ থাকার পর ফের খুলে দেয়া হয়; জানিয়েছে টাইমস অব ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে ‘ফ্লাইট চলাচলের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর খুলে দেয়া হয়েছে। ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’

এক আপডেটে এমডিএ জানায়, হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির আঘাত কিছুটা গুরুতর। বাকিরা সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৪ ও ৩৮ বছর বয়সী দুই নারী বিস্ফোরণের ধাক্কায় আহত হন। ঘটনাস্থল থেকে উড়ে আসা এক বস্তুর আঘাতে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। ২২ ও ৩৪ বছর বয়সী আরো দুই নারী নিরাপদ আশ্রয়ের উদ্দেশে দৌড়ে যাওয়ার সময় পড়ে আঘাত পান। আহতদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।

ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দে আরো দুইজন মারাত্মক উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদেরও চিকিৎসা দেয়া হচ্ছে। এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে প্রথমে জানিয়েছিল এমডিএ। ইসরাইলি ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর্যালোচনা এবং ইসরাইলের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য বেনিয়াামিন নেতানিয়াহু রোববার বেশ কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তার সাথে জরুরি ফোনে কথা বলেছেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বেন গুরিয়ন বিমানবন্দর কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ‘যে কেউ আমাদের ওপর আঘাত হানবে, আমরা তাদের সাতগুণ জোরে আঘাত করব,’ তিনি এক বিবৃতিতে বলেছেন।