বিশ্বকাপের পথে নেদারল্যান্ডস

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপে ২০২৬ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে নেদারল্যান্ডস। নিজেদের মাঠে গত পরশু ৪-০ ব্যবধানে জিতেছে ডাচরা। ম্যাচ শুরুর ৮ মিনিটে ডনিয়েল ম্যালনের গোল। ৯ মিনিট পর ভার্জিল ভ্যান ডাইকের গোলে ২-০তে লিড ডাচদের। ৩৮ মিনিটে ৩-০ ব্যবধান করেন ম্যামফিস ডিপাই। ৮৪ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন কোডি গাপকো।

আর এ জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরো কাছে পৌঁছেছে টোটাল ফুটবলের দেশটি। ‘জি’ গ্রুপে এই জয়ে ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট তাদের। একই গ্রুপের অন্য ম্যাচে সেবাস্তিয়ান জাইমানস্কি ও রবার্ট লেভানোদোভস্কির গোলে লিথুওনিয়াকে ২-০তে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোল্যান্ড।

গ্রুপ সি’তে বেলারুশের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে স্কটল্যান্ড। একই গ্রুপে গ্রিসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক। গ্রুপে চার ম্যাচ শেষে সমান ১০ পয়েন্ট হলেও স্কটিশদের পেছনে ফেলে শীর্ষে ডেনিশরা। জিব্রালটারকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করে একই গ্রুপে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে ফরো আইসল্যান্ড। এক পয়েন্ট বেশি নিয়ে তিনে চেক প্রজাতন্ত্র। ‘এইচ’ গ্রুপে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট শীর্ষে থাকা অস্ট্রিয়াকে ১-০তে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় রোমানিয়া। গ্রুপের অন্য ম্যাচে সান মারিনোকে ৪-০ গোলে হারিয়েছে সাইপ্রাস।