পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার লক্ষ্যে কাজ করছে সরকার : আদিলুর রহমান খান

Printed Edition
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান টঙ্গীতে অঞখঅঝ ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন :  পিআইডি
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান টঙ্গীতে অঞখঅঝ ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন : পিআইডি

বাসস

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব গতিশীলতা প্রচার এবং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক যানবাহন সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং জীবাশ্ম জ্বালানিতে ব্যয় করা মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এ ছাড়াও উন্নত, পরিবেশবান্ধব পরিবহনও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। গতকাল বুধবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীর অ্যাটলাস হোন্ডা কারখানায় মোটরসাইকেল লঞ্চ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের এই উদ্যোগ বৈদ্যুতিক যানবাহন সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে। এটি কেবল আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে না এবং জীবাশ্ম জ্বালানিতে ব্যয় করা মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে না বরং উন্নত, পরিবেশবান্ধব পরিবহনও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসইসির চেয়ারম্যান মো: আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), বিএসইসি এবং এবিএলের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, কর্মী এবং সম্মানিত ডিলাররা উপস্থিত ছিলেন।

বিএসইসির চেয়ারম্যান মো: আনোয়ারুল আলম বলেন, বৈদ্যুতিক যানবাহনের বিশ্বব্যাপী চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কারণ এগুলো পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এবিএল নিজস্ব ব্র্যান্ডের অধীনে উচ্চমানের বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরি করে আমাদের দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আজিবর রহমান বলেন, আমরা চারটি আকর্ষণীয়, আন্তর্জাতিক মানের মডেল নিয়ে আমাদের যাত্রা শুরু করছি। শুধুমাত্র লঞ্চিং অনুষ্ঠানেই ১২০টি বৈদ্যুতিক মোটরসাইকেল বিক্রি হয়েছে। এই পরিবেশবান্ধব বৈদ্যুতিক মোটরসাইকেলগুলো খুব শীঘ্রই দেশব্যাপী ডিলার আউটলেটগুলোতে পাওয়া যাবে।