সার্বিয়ায় ট্রেন স্টেশন ধসের বর্ষপূর্তিতে গণবিক্ষোভ

Printed Edition

আলজাজিরা

উত্তর সার্বিয়ার নোভি সাদ শহরে এক বছর আগে ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় স্মরণসভায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। ২০২৪ সালের ১ নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের নতুন সংস্কারকৃত রেলস্টেশনের ছাদ ধসে পড়ার পর থেকে সার্বিয়ায় নিয়মিত ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ চলছে, যা দেশটির গভীর দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে।

প্রথমে বিক্ষোভকারীরা স্বচ্ছ তদন্তের দাবি জানালেও পরে তা আগাম নির্বাচনের দাবিতে রূপ নেয়। শনিবার ‘সবচেয়ে বড় স্মরণ সমাবেশ’ আয়োজনের ডাক দেয়া ছাত্ররা এবং অন্যরা শুক্রবার থেকেই গাড়ি, বাইসাইকেল ও পায়ে হেঁটে নোভি সাদে আসেন। বেলগ্রেড থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং রাজধানী থেকে ৩৪০ কিলোমিটার দূরের নোভি পাজারসহ সার্বিয়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ১৬ দিন ধরে হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন।