নিজস্ব প্রতিবেদক
গতিসীমা ও ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিল্লুর রহমান। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
ঢাকায় গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালায় গত বৃহস্পতিবার এমন আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।
মার্কিন দাতব্য সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ডিএমপি ও গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে সড়ক পরিবহন আইন, ট্রাফিক সিস্টেম ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরে গাড়ি চালকদের গতিসীমা ও ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান জিল্লুর রহমান। তিনি আরো বলেন, গাড়িচালক, মালিকসহ সড়ক ব্যবহারকারী সব নাগরিক যদি সহায়তা করেন, তাহলে শহরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
বিআইজিআরএস কো-অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব (অব:) মো: আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) সুফিয়ান আহমেদ, জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা মাইকেল ফিল্যান্ড ও পল সিমকক্স বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে পুলিশ কর্মকর্তাদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের ভূমিকা, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যানবাহনের উচ্চগতি ও গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং রাস্তার পাশের চেকপয়েন্টগুলোর নিরাপদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় তারা গতির কারণে বিভিন্ন ঝুঁকি, অডিও ভিজ্যুয়াল চিত্র, গ্রাফ ও বিভিন্ন দেশের গবেষণার তথ্য তুলে ধরেন। প্রশিক্ষণ পরিচালনা করেন জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা মাইকেল ফিল্যান্ড ও পল সিমকক্স।
প্রসঙ্গত, দেশে রোড ক্র্যাশে হতাহত কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনভেদে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করেছে। সিটি করপোরেশন এলাকার মধ্যে এক্সপ্রেসওয়ে, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ কিমি এবং অন্যান্য অধিকাংশ সড়কে ঘণ্টায় ৩০ কিমি নির্ধারণ করা হয়েছে। তবে, শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার।
দু’দিনের প্রশিক্ষণে ডিএমপির বিভিন্ন ইউনিটের ট্রাফিক সার্জেন্ট, উপপরিদর্শক, পুলিশ পরিদর্শক এবং সহকারী বা উপপুলিশ কমিশনার পদমর্যাদার ৬০ জন কর্মকর্তা অংশ নেন। বুধবার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার এস. এম. সাজ্জাত আলী।



