গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাবরেজিস্ট্রার মো: ওসমান গণি মণ্ডলের বিরুদ্ধে রাষ্ট্রের সাথে ভয়াবহ প্রতারণা ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিজেকে মুজিবনগর সরকারের কর্মচারী দাবি করে তিনি চাকরির মেয়াদ আরো এক বছর বাড়িয়ে নিয়েছেন। অথচ মুজিবনগর বা মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের সময় তার বয়স ছিল মাত্র সাড়ে পাঁচ বছর। এ দিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি বর্তমানে টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
নিবন্ধন অধিদফতরের ওয়েবসাইটে দেখা যায়, ওসমান গণি মণ্ডলের জন্ম তারিখ ১৯৬৬ সালের ২৪ জুলাই। সেই হিসাবে ১৯৭২ সালের ১২ জানুয়ারি মুজিবনগর সরকার বিলুপ্তির সময় তার বয়স ছিল মাত্র ৫ বছর ৫ মাস ১৮ দিন। অথচ ওই বয়সে তিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মচারী ছিলেন বলে দাবি করে সম্প্রতি নিজের চাকরির মেয়াদ বৃদ্ধি করিয়েছেন। প্রশাসনিক মহল বলছে, এটি রাষ্ট্রের সাথে চরম প্রতারণা।
ওসমান গণি মণ্ডল ২০০৯ সালের ৭ ডিসেম্বর সাবরেজিস্ট্রার পদে যোগদান করেন। তিনি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কাপাসিয়ায় দায়িত্ব নেন। বর্তমানে তিনি কাপাসিয়ার পাশাপাশি গাজীপুরের টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসেরও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঘুষ ছাড়া তিনি কোনো দলিল নিবন্ধন করেন না।
এ দিকে জন্ম তারিখ অনুযায়ী তিনি কীভাবে মুজিবনগর সরকারের কর্মচারী হতে পারেন- এ বিষয়ে মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে প্রথমে ফোন রিসিভ করে সংযোগ কেটে দেন। পরে বহুবার ফোন দিলেও সাড়া দেননি। প্রশ্ন লিখে এসএমএস পাঠালে তিনি অফিসে গিয়ে সাক্ষাৎ করতে বলেন।



