খালিদ সাইফুল্লাহ, বরিশাল ব্যুরো
অবশেষে ভাগ্যের চাকা খুলল খুদে স্কুলছাত্র রিয়ান খানের। সরাসরি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হস্তক্ষেপে সে পেল নতুন বাই সাইকেলসহ ক্রিকেট খেলার সামগ্রী। গত ৫ অক্টোবর নয়া দিগন্ত পত্রিকায় বরিশালে ক্রিকেটার হওয়ার স্বপ্নে দরিদ্র রিয়ানের লড়াই, ‘প্রতিদিন ১০ কিলোমিটার হেটে অনুশীলনে’ যায় সে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর দৃষ্টি কাড়ে বরিশালের জেলা প্রশাসকের। সকাল সকাল হোতে না হোতেই নতুন বাইসাইকেল ক্রয় করে নিজ কার্যালয়ে হাজির হলেন তিনি। ডাক পড়ল সেই খুুদে ক্রিকেটারসহ তার কোচ এজাজ মাহমুদ সুজনেরও। সাথে ছিলেন নয়া দিগন্তের স্টাফ খালিদ সাইফুল্লাহ। এবার নতুন চমক, সবার সামনেই জেলা প্রশাসক, সমাজসেবার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ উপস্থিত অন্যদের নিয়েই রিয়ানের হাতে তুলে দেয়া হয়েছে বাইসাইকেল। একই সাথে একসেট ক্রিকেট সামগ্রী দেয়ার জন্য জেলা ক্রিয়া কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। অপর দিকে সবার সেবার মাধ্যমে দরিদ্র এই খুুদে ক্রিকেটারের পরিবারের জন্য সহায়তার হাত বাড়ানোরও আশ^াস ব্যক্ত করেন।
এদিকে সংবাদ প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী নয়া দিগন্তকে জানিয়েছেন, শিক্ষার্থী রিয়ানকে শিক্ষার মান উন্নয়নে তার দফতর সার্বিক সহযোগিতা করবেন। উল্লেখ, প্রতিদিন ১০ কিলোমিটার হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে গিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে বরিশালের রিয়ান। কিন্তু ছেঁড়া কেডস, ভাঙা ব্যাট আর আধাপেট নিয়ে সেই স্বপ্ন পূরণ সম্ভব কি না-সেই প্রশ্নই ঘুরে বেড়ায় ক্রিকেট কোচ আল মাহমুদ সুজনের মনে। রিয়ান খান বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।



