বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনী সদর দফতরে গতকাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও বাজেট বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো: ফয়সাল আহাম্মদ ভূঁইয়া। সভায় তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন ও অধিক পেশাদার। মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে অংশগ্রহণকারীদের পোশাকের মান, সমতা ও সুষ্ঠু ডেটাবেসের মাধ্যমে নিবন্ধন যাচাইপূর্বক দায়িত্বে নিয়োজিত করা হবে। ফলে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থন্বেষী মহলের প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে তারা সফলকাম হবেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মো: সাইফুল্লাহ রাসেল (উপমহাপরিচালক, অপারেশন্স), মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী (পরিচালক, অপারেশন্স), মো: আশরাফুল ইসলাম (পরিচালক, প্রশাসন-কিউ), মো: জাহিদ হোসেন (পরিচালক, সিএইচটি-অপস) প্রমুখ। বিজ্ঞপ্তি।



