নারী গ্রাহকদের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান গো গার্লসের আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসির নীরা গ্রাহকরা। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বার করেছে প্রতিষ্ঠান দু’টি। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬ শতাংশ ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরো উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। চুক্তিতে প্রাইম ব্যাংকের প থেকে স্বার করেন- প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী এবং গো গার্লসের সোনিয়া রেফাত, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের এসভিপি তাকিয়ান চৌধুরী; সুমাইয়া সুমা, কাস্টমার রিলেশনিশপ অফিসার, গো গার্লস এবং উভয় প্রতিষ্ঠানের অন্য সিনিয়র কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


