সুজন জরিপ : দুই মেয়াদের বেশি একজনকে প্রধানমন্ত্রী চান না ৮৯% নাগরিক

উচ্চকক্ষে পিআরের পক্ষে ৭১ ও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে ৮৮ শতাংশ

Printed Edition
ডিআরইউতে সুশাসনের জন্য নাগরিকের আলোচনা সভায় বক্তব্য রাখেন বদিউল আলম মজুমদার : নয়া দিগন্ত
ডিআরইউতে সুশাসনের জন্য নাগরিকের আলোচনা সভায় বক্তব্য রাখেন বদিউল আলম মজুমদার : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের (১০ বছর) বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান করার পক্ষে দেশের ৮৯ শতাংশ মানুষ মত দিয়েছেন। একই সাথে একজন ব্যক্তি যেন একই সময়ে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান না হতে পারেন, এমন বিধানের পক্ষে আছেন ৮৭ শতাংশ নাগরিক।

এ তথ্য উঠে এসেছে নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) পরিচালিত এক জনমত জরিপে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল উপস্থাপন করেন সুজনের জাতীয় কমিটির সদস্য মো: একরাম হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সুজনের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান।

জরিপে যেসব মতামত উঠে এসেছে

রাজনৈতিক কাঠামো ও নেতৃত্ব

- প্রধানমন্ত্রীর মেয়াদসীমা : সর্বোচ্চ ২ মেয়াদ (১০ বছর)- ৮৯% সমর্থন

- একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান না হওয়া : ৮৭% সমর্থন

- দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠন : ৬৯% সমর্থন

- উচ্চকক্ষে (সিনেট) পিআর পদ্ধতি : ৭১% সমর্থন

- নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার : ৮৬% সমর্থন

- উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার : ৮২% সমর্থন

শাসনব্যবস্থা ও সংবিধান সংস্কার

- মন্ত্রিপরিষদ শাসিত সরকার : ৮৭% সমর্থন

- রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি : ৮৮% সমর্থন

- সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন : ৮৭% সমর্থন

- তত্ত্বাবধায়ক সরকার (নির্বাচনকালীন ১২০ দিন) : ৮৩% সমর্থন

- রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটরাল কলেজ গঠন : ৮৬% সমর্থন

প্রাতিষ্ঠানিক সংস্কার

- দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি : ৯০% সমর্থন

- খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও ইন্টারনেট মৌলিক অধিকার : ৮৮% সমর্থন

- না ভোটের বিধান : ৮৩% সমর্থন

- প্রবাসীদের পোস্টাল/অনলাইন ভোট : ৮৭% সমর্থন

- সীমানা নির্ধারণে স্বাধীন কর্তৃপক্ষ : ৮৪% সমর্থন

- চিহ্নিত দুর্নীতিবাজ ও অপরাধীদের দলের সদস্যপদ বাতিল : ৯২% সমর্থন

জরিপের প্রেক্ষাপট ও পদ্ধতি

২০২৫ সালের মে-জুলাই মাসে দেশের ৬৪ জেলায় ৪০টি প্রশ্নের মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়। এতে মোট এক হাজার ৩৭৩ জন নাগরিক অংশ নেন, নারী ৩৩৫ জন, পুরুষ এক হাজার ৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের পাঁচজন। জরিপের আগে সারা দেশে ১৫টি সংলাপ অনুষ্ঠিত হয় এবং সেখানকার মতামতও অন্তর্ভুক্ত করা হয়।

সুজনের বক্তব্য

ড. বদিউল আলম মজুমদার বলেন, “রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ করা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুজন বহুদিন ধরে জাতীয় সনদের প্রস্তাব দিয়ে আসছে। সাম্প্রতিক এই জনমত জরিপ জাতীয় ঐকমত্য কমিশনের ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়নে সহায়ক হবে।”

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘শুধু সুষ্ঠু নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’