নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জুলাইযোদ্ধাদেরকে স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না। কেউ এমন আচরণ করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না।
গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশা আল্লাহ।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের বাসভবনে জামায়াত আমির : গতকাল সকালে ডা: শফিকুর রহমান সম্প্রতি ইন্তেকাল করা স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদের উত্তরার বাসভবনে যান। সেখানে তিনি মরহুমের স্মৃতিবিজড়িত লাইব্রেরি ও পড়ার কক্ষে খানিকটা সময় কাটান। সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল জীবন সায়াহ্নে অন্তর্বর্তী সরকার অর্পিত দায়িত্ব স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তিনি এ সংক্রান্ত সংস্কারের বিস্তৃত সুপারিশ রেখে গেছেন, যা তার জীবদ্দশায় বাংলায় মুদ্রিত হয়েছে। জামায়াত আমির সেই সুপারিশ বুকের কপিটা নেড়েচেড়ে দেখেন। তিনি সেখানে মরহুমের সহধর্মিণী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনী সাজফা বিনতে সরওয়ারের খোঁজখবর নেন। এ সময় আমিরের সাথে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিলেটের প্রতিষ্ঠিত দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মানবিক রাষ্ট্র গঠনে আদর্শ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ-মোবারক হোসাইন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোবারক হোসাইন বলেন, একটি মানবিক রাষ্ট্র গঠনে আদর্শ শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল রাজধানী ঢাকার আদাবর থানা আদর্শ শিক্ষক পরিষদ আয়োজিত ‘পেশাগত দক্ষতা অর্জনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভার প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এম উমর আলী। ইউ. এইচ. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও নূর মোহাম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মো: শফিউর রহমান এবং প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো: আলামিন সবুজ।
জামায়াতের মহিল কর্মী সমাবেশ : স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ও সাংবিধানিক ভিত্তি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক মহিলা কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন। থানার ভারপ্রাপ্ত আমির নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা ও আকতার হোসেন প্রমুখ।



