নিজস্ব প্রতিবেদক
রেলের মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে সরকারের ৩২৪ কোটি টাকা আত্মসাৎ ও তি করার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক মো: আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী এবং সাবেক এডিজি (ডেভেলপমেন্ট) মোহাম্মদ হাসান মনসুর।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি মতার অপব্যবহার করে প্রতারণা, জাল-জালিয়াতির আশ্রয়ে ১০টি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় সংক্রান্তে টেন্ডারের স্পেসিফিকেশন ও সম্পাদিত ক্রয় চুক্তি লঙ্ঘন করে লোকোমোটিভ ইঞ্জিনের কতিপয় ক্যাপিটাল কম্পোনেন্টস পরিবর্তন এবং পিএসআই সনদ ছাড়া লোকোমোটিভ ইঞ্জিনগুলো স্পেসিফিকেশন ও চুক্তি অনুযায়ী সঠিক হিসেবে উপস্থাপন করে। এমনকি তদারককারী প্রতিষ্ঠানের মতামত ছাড়াই ইঞ্জিন ক্রয় দেখিয়ে ১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ১৯২ টাকা আত্মসাৎ করে। অন্যদিকে নিম্নমানের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করে তারা সরকারের ৩২২ কোটি ৬৮ লাখ ৮৯ টাকার তি সাধন করেছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।



