রয়টার্স
পারমাণবিক কর্মসূচির বিষয়ে আগামী সপ্তাহে পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও ইউরোপের তিন দেশ। শুক্রবার ইরান, ফ্রান্স ও ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা পুনরায় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল আগামী সপ্তাহে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।
এ ছাড়া ইরান যদি একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে না পারে সেক্ষেত্রে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি বলেন, সময় খুবই কম। ইরানকে অবশ্যই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আব্বাস আরাঘচি ও ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী মোবাইলে কথপোকথনের মাধ্যমে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান কোনো পারমাণবিক বোমা তৈরির ধারে কাছেও নেই। এ দিকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে গোয়েন্দা কর্মকর্তারা এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি।


