টেকনাফের পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে বিজিবি

অস্ত্র গুলিসহ আটক ১

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন উদ্ধার করেছে বিজিবি। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়।

উদ্ধার এসব ভিকটিমকে সমুদ্র পথে পাচার করার জন্য পাহাড়ের এই আস্তানায় এনে জিম্মি করে রেখেছিল পাচারকারী চক্র। গত মঙ্গলবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত গহিন পাহাড়ে টানা এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীকে জিম্মি করে রেখেছে এমন খবরে মঙ্গলবার ভোর রাতে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে শুরু হয় বিজিবির অভিযান। বিজিবি সদস্যদের আকস্মিক উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ে গা-ঢাকা দেয়ার চেষ্টা করলে বিজিবি পাহাড়ে নি-িদ্র বেষ্টনীতে ঘিরে ফেলে কৌশলে তাদের আস্তানায় হানা দেয়। ছয়জন ভিকটিমকে উদ্ধার এবং একজন পাচারকারীকে আটক করে বিজিবি। উদ্ধার ছয়জনের মধ্যে চারজন বাংলাদেশী ও দু’জন রোহিঙ্গা।

এ সময় পাহাড়ি আস্তানায় তল্লাশি চালিয়ে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের) ও এক রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং দুইটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক জানায়, ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে যে, তাদের পাচারকারী আরেকটি চক্র লোভনীয় পারিশ্রমিকের কাজ দেয়া অথবা বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে এসে মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। অপরাধীরা সশস্ত্র প্রহরায় তাদের পাহাড়ে আটকে রেখে গত এক সপ্তাহ ধরে মুক্তিপণ দাবি ও ভয়ঙ্কর নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।