দেশের বেশির ভাগ উন্নয়ন হয়েছে আব্দুল মোনেম খান গভর্নর থাকাকালে : মুসলিম লীগ

Printed Edition

বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য ও স্মৃতি কমিটির সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল বাদ আসর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা বলেন, এই দেশের সিংহভাগ অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল আবদুল মোনেম খান গভর্নর থাকাকালে। তার শাসনামলেই পরিকল্পিতভাবে দেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তারা বলেন, জাতীয় সংসদ ভবন, কমলাপুর রেলস্টেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ক্যাডেট কলেজ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প, কয়েক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতি জেলায় বিসিক শিল্প নগরী এবং বহু জুট ও কটন মিল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছিল আবদুল মোনেম খানের সময়েই।

সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আবদুল কাইউম, সহ-সভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, অধ্য জাফর ইকবাল, অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজিব, কোষাধ্য মোহাম্মদ আলী, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, দফতর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুল আলীম, ঢাকা মহানগর মুসলিম লীগের যুগ্ম আহ্বায়ক নাসিমুল গণি লাবু এবং সদস্য সচিব মাওলানা আরিফুর রহমান প্রমুখ। সভা শেষে মরহুম আবদুল মোনেম খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান। বিজ্ঞপ্তি।