রাজশাহী ব্যুরো
রাজশাহীর চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা: কাজেম আলী খুনের ঘটনায় প্রাথমিকভাবে ছয়জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার হয়েছেন তিনজন। তবে মূল অভিযুক্ত মোস্তফাসহ আরো দু’জনকে গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম, রাজশাহী মেডিক্যাল কলেজের ব্যানারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ডা: ওয়াসিম হোসেন, এনডিএফ-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, এনডিএফ রাজশাহীর সভাপতি ডা: রেজাউল ইসলাম, সহসভাপতি ডা: এম মুর্শেদ জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক ডা: এ এস এম আব্দুল্লাহ, শহীদ ডা: কাজেম স্মৃতি পরিষদের সভাপতি ডা: মশিউর রহমান, ডা: কাজেম আলীর ব্যাচমেট ডা: জাহাঙ্গীর আলম ও ডা: গোলাম রব্বানীসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ডা: মশিউর রহমান। তিনি বলেন, ২০২৩ সালের ২৯ অক্টেবর ডা: কাজেম আলীকে নৃশংসভাবে খুন করা হয়। পরদিন তার স্ত্রী নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। খুনের দু’বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।



