ইসলামী ব্যাংকের সাথে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময়

Printed Edition
ইসলামী ব্যাংকের সাথে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময়
ইসলামী ব্যাংকের সাথে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সহযোগিতায় বাংলাদেশে সফররত আফ্রিকান প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা ২১ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব জাকাত অ্যান্ড ওয়াক্ফ অপারেটরস-এর চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুনের প্রতিনিধিরা, ব্যাংকের প্রধান কার্যালয় এবং সিজেডএম-এর ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।