ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত ‘জুলাই সনদ’ বিষয়ক একটি অনুষ্ঠান বর্জন করেছেন চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আইনুল ইসলামের উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তারা এ সিদ্ধান্ত নেন।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্র্যাসি ল্যাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তের বিষয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আজকের অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন, সবাই জুলাইয়ের (আন্দোলনের) অংশ। কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি জুলাইবিরোধী হয়ে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে মোটেও প্রত্যাশিত নয়।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানে অধ্যাপক আইনুল ইসলাম উপস্থিত আছেন, যিনি ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
এস এম ফরহাদ বলেন, আজকের অনুষ্ঠানের বিষয় ছিল ‘জুলাই সনদ’, অথচ সেখানে এমন একজন শিক্ষক উপস্থিত আছেন, যিনি জুলাইবিরোধী। এই কারণে আমরা ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানটি বর্জন করেছি।
অনুষ্ঠান বর্জনকারী অন্য ছাত্রপ্রতিনিধিদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মো: মাজহারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এ জি এস আইয়ুবুর রহমান।



