প্রিন্স আশরাফ
একশ’ বারো
পিছনের নৌকা দেখে ভয় পায়নি জুয়েল। তাদের নৌকার পাশেই একটা কালো জীব হুশ করে মাথা উঁচিয়ে আবার ডুবে গেল। জুয়েলের কাছে মনে হলো কালো পোশাকের কোনো আততায়ী ডুবুরির মতো তাদের পিছু নিয়েছে। পানিতে ডুবে ডুবে এগিয়ে আসছে তাদের দিকে। তিমি শিকারীদের মতো হারপুন দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দেবে তাদের। কিছু না হলেও নিদেনপক্ষে তার পা ধরে যদি হেঁচকা টান দিয়ে নদীতে ফেলে দেয়! সে তো সাঁতার জানে না।
জুয়েল নদীর পানির দিকে পিস্তল তাক করতেই হাকিম মাঝি ঢোক চিপে বিস্মিত গলায় বলল, ‘সাব, কি করতিছেন? পানিতে গুলি করতিছেন ক্যান? পানিতে কিডা আছে?’
জুয়েল একটু বিভ্রান্ত হলো। তখনই আবার মাথা তুলে দিলো কালো প্রাণীটা। শুয়োরের মতো সুচালো মুখ। মাঝিও দেখল সেদিকে। ‘মাইরেন না, মাইরেন না, ওডা আপনাগির কোনো ক্ষেতি করতি পারবিনানে।’
জুয়েল ঢোক চিপে বলল, ‘কী ওটা?’ (চলবে)



