নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি লাগেজ থেকে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রোববার বেলা সোয়া ১১টায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে সেনা আভিযানিক দল আটটি বিদেশী পিস্তল, ১৬ টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, দুই কেজি ৩৮৭ গ্রাম গানপাউডার এবং দুই কেজি ২২৮ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইএসপিআর জানায়, অভিযান চলাকালীন সেনা আভিযানিক দল, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপন তথ্য যাচাই ও বিশ্লেষণের পর সেনাবাহিনীর আভিযানিক দল সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন করে অভিযান পরিচালনা করে। সেনাসদস্যদের দ্রুত পদক্ষেপ, পেশাদার দক্ষতা ও কৌশলগত সক্ষমতার ফলে অল্প সময়ের মধ্যে অভিযানটি নির্বিঘেœ সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।



