রাজপথে মৃত্যুর হানা

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

অন্যান্য স্থানে প্রাণ গেল আরো ৪ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরো চারজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দু’টির চার আরোহীসহ পাঁচজন প্রাণ হারান। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহানের ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), তিনি নিহত আকরামের বাসায় মেহমান ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন মিয়া (২৬), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) ও সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

আহতরা হলেন চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), একই এলাকার ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও চান্দুরা কালীশিমা গ্রামের সিএনজিচালক আল আমিন (২৪)।

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি এলাকায় গতকাল বালুবোঝাই একটি ডাম্পার উল্টে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক মো: এবাদুল্লাহ (৩০) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর বাসিন্দা। তিনি ডাম্পারের হেলপার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই ডাম্পারটি পালংখালী থেকে হ্নীলা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই হেলপার এবাদুল্লাহ মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো: নুরুল আবছার বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদরাসার সামনে গতকাল ফারজানা পরিবহনের একটি বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত ব্যক্তির নাম ইব্রাহীম সরকার (৩২)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকারবাড়ির বাসিন্দা। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগরগামী ফারজানা পরিবহনের একটি দ্রুতগামী বাস পারুয়ারা দাখিল মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক ড্রাইভার নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মোল্লা শরিয়তপুর জেলার বাসিন্দা ও আহত হেলপার রাসেলের বাড়ি রায়গঞ্জ থানার নলকা গ্রামে। জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তায় বামপার্শ্বে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা নিহত হয় এবং হেলপার রাসেল গুরুতর আহত হয়। পরে আহত হেলপার রাসেলকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া অফিস জানায়, বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পারাপার হওয়ার সময় চলন্ত ট্রাকের ধাক্কায় তুবা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুবা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের শাহ আলমের মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট-সোনাহাটা পাকা সড়কের পাশে সরুগ্রাম গ্রামে তুবার বসতবাড়ি। তুবা শনিবার বেলা সাড়ে ৩টায় বাড়ির সামনের পাকা রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুবার মৃত্যু হয়।