গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে নিখোঁজ টিঅ্যান্ডটি সরকারি কলোনি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো: মহিবুল্লাহকে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজাদি আন্দোলনের বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো: হোসেন তাঁকে ফোনে জানান যে ভোরে হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সাথে শিকল দিয়ে বাঁধা অবস্থায় মাওলানা মহিবুল্লাহকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় মুসল্লিরা জানান, মাওলানা মহিবুল্লাহ সামাজিক অবয়, পারিবারিক মূল্যবোধের অবনতি এবং হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠন ইসকনের কর্মকাণ্ড নিয়ে জুমার খুতবায় প্রায়ই খোলামেলা আলোচনা করতেন। এ কারণে তাকে গত কয়েক মাসে একাধিকবার হুমকি দেয়া হয়। সর্বশেষ গত ২১ অক্টোবর আবার হুমকি পাওয়ার পর দিন বুধবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। খতিব নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে তার উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে তাকে যেভাবে শিকলবাঁধা অবস্থায় পাওয়া গেছে তা নিয়ে তীব্র ােভ ও নিন্দা প্রকাশ করেছেন তারা।
মাওলানা মহিবুল্লাহকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মো: ওয়াহিদুজ্জামান বলেন, ‘ঘটনার পর তার দুই ছেলে বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।’
এদিকে, এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামিক সংগঠনের প থেকে তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করা হয়েছে। তারা বলেন, একজন আলেম ও খতিবের ওপর এমন নিষ্ঠুর আচরণ দেশের ধর্মপ্রাণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।
গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘টঙ্গীর টিএনটি মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানী হুজুর গতকাল (বুধবার) নিখোঁজ হয়েছিলেন; আজ (বৃহস্পতিবার) কিছুণ আগে তাকে পঞ্চগড় থেকে শেকলবাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার বড় ছেলের সাথে আমার কথা হয়েছে, তারা এখন পঞ্চগড় যাচ্ছেন। রাব্বুল আলামিন রহম করুন, সুস্থভাবে মিম্বরে ফিরিয়ে দিন। যতটুকু জেনেছি, তাকে বেশ কয়েক দিন ধরে চিঠির মাধ্যমে হুমকি দেয়া হচ্ছিল। তিনি গুমের শিকার হলেন। আমি এর তীব্র নিন্দা জানাই।’



