নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের (২০২৫) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হবে। সকাল ১০টায় এই ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে দেখা যাবে। সম্প্রতি আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফল আজ ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরগুলো িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ
ওয়েবসাইটের জবংঁষঃ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ঊওওঘ-এর মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জবংঁষঃ কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ঊওওঘ এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান জবংঁষঃ ংযববঃ ফড়হিষড়ধফ করতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে, শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং. মড়া.নফ এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও সংগ্রহ করা যাবে। এ ছাড়াও নির্ধারিত ঝযড়ৎঃ ঈড়ফব-১৬২২২ এ ঝগঝ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর ঝগঝ-এর মাধ্যমে ঐঝঈ ইড়ধৎফ হধসব (ভরৎংঃ ৩ ষবঃঃবৎং) জড়ষষ ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুনঃনিরীক্ষণের জন্য যঃঃঢ়ং://ৎবংপৎঁঃরহু.বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ-এর মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।



