ডিএনসিসির সাবেক ৩ ইউনিয়নে বর্ধিত কর হ্রাস ও বকেয়া মওকুফের দাবি

Printed Edition
ডিএনসিসির সাবেক ৩ ইউনিয়নে বর্ধিত কর হ্রাস ও বকেয়া মওকুফের দাবি
ডিএনসিসির সাবেক ৩ ইউনিয়নে বর্ধিত কর হ্রাস ও বকেয়া মওকুফের দাবি

২০১৮ সালে অবৈধ ফ্যাসিস্ট সরকার খবরের শিরোনাম হওয়ার জন্য সাবেক দক্ষিণখান, উত্তরখান, হরিরামপুর ইউনিয়ন পরিষদের জনগণকে মিথ্যা প্রলোভন দেখিয়ে একটি গেজেটের মাধ্যমে অত্র এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত করে। কিন্তু বিগত সাত বছরে নাগরিক সুবিধাসহ এলাকার উন্নয়নে সিটি করপোরেশন কর্তৃক কোন কর্মসূচি গ্রহণ করেনি। ফলে ইউনিয়ন পরিষদ এলাকাবাসীর সুবিধার্থে যে কাজগুলো করেছে সেগুলো এখন নষ্ট হয়ে জনদুর্ভোগে পরিণত হয়েছে। বর্তমানে ড্রেনেজ সিস্টেমসহ, ল্যাম্প পোস্ট না থাকায় রাতের বেলায় অত্র এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকে। নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দারা যেখানে এত সমস্যায় জর্জরিত সেখানে ডিএনসিসি চোখে কালো কাপড় বেঁধে অনুন্নত এলাকার বাড়ি-ঘরের ওপর কর বাড়িয়ে তা কর পরিশোধের জন্য হুকুম জারি করছে। হোল্ডিং ট্যাক্স। সাত বছরের বকেয়া কর জরিমানাসহ এককালীন পরিশোধের জন্য নোটিশ জারির মাধ্যমে মামলা-মোকদ্দমার ভয় দেখাচ্ছে। এ অবস্থায় উচ্চ হারে করের বোঝা মানুষের কাঁধে না চাপিয়ে এলাকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবতার নিরিখে গ্রহণযোগ্য কর পুনঃনির্ধারণ সাত বছরের বকেয়া কর মওকুফের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। বিজ্ঞপ্তি।