এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য

Printed Edition

শহীদুল্লাহ গাজী (ডেমরা, ঢাকা)

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চলতি বছরের (২০২৫) এইচএসসি পরীায় ৯৯.৯১ শতাংশ পাসসহ ৪২৩ জন জিপিএ ৫ পেয়েছে। রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই কলেজের এ অর্জনকে দেশের শিাবিদরা একটি

অনুকরণীয় সাফল্য হিসেবে দেখছেন। গতকাল পরীক্ষার ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, এটি শুধু একটি পরীার ফলাফল নয়, এটি শিক, শিার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। আমরা শিার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। যারা জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতায় দেশকে এগিয়ে নেবে। ঘোষিত ফলাফলে দেখা গেছে এ বছর বিজ্ঞান বিভাগে ৭৩৪ জন পরীার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩০৯ জন অ+, মানবিক বিভাগে ১৪৯ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩৯ জন অ+ এবং ব্যবসায় শিা বিভাগে ২৪৭ জন অংশ নিয়ে ৭৫ জন অ+ পেয়েছে। আর একজন পরীার্থী অসুস্থ থাকায় তিনটি পরীায় অংশ নিতে পারেনি।

যেখানে সারা দেশে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ, সেখানে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ৯৯.৯১ শতাংশ পাস বজায় রেখে গুণগত শিার নতুন মানদণ্ড স্থাপন করেছে।