নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের পর্যটনমেলা। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’ নামে আয়োজিত আন্তর্জাতিক এ মেলার এটি ১৩তম আসর। এর আয়োজক পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
আয়োজকরা জানান, এবারের মেলায় চারটি হলে ২০টি প্যাভিলিয়নসহ ২২০টি স্টল থাকবে। যেখানে বাংলাদেশী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি নেপাল, ভুটান, ফিলিপাইন ও পাকিস্তানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করবে। এই দেশগুলো ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্টরা অংশগ্রহণ করবে। মেলা শেষ হবে ১ নভেম্বর।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশ-ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তবে শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা বিনা ফিতে প্রবেশ করতে পারবেন। এতে থাকছে বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন। এ মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।
মেলায় নানা অফার নিয়ে অংশগ্রহণ করছে হোটেল, রিসোর্ট ও ট্র্যাভেল এজেন্সিগুলো। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিভিন্ন গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় থাকবে। এ ছাড়া থাই এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও এয়ার এশিয়ার স্টলেও মিলবে নানা ছাড়।
মেলা সম্পর্কে টোয়াবের সভাপতি মো: রাফেউজ্জামান জানান, পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশী-বিদেশী পর্যটক এবং পর্যটন শিল্পসংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।



