সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের টি-২০ সিরিজ বাঁচাতে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে সিরিজ বাঁচানোর মিশনে নামবে বাংলাদেশ। ১-০ তে এগিয়ে থেকে নির্ভার ক্যারিবীয়রা। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

এখন পর্যন্ত টি-২০তে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা। সফরকারীরা ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট পতনে হারের মুখে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম ৩৩, নাসুম ২০, তাসকিন আহমেদের ১০ ও মোস্তাফিজের অপরাজিত ১১ রানে ১৯.৪ ওভারে ১৪৯ করে আউট হলে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। সিরিজে সমতা আনতে হলে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন দাস। ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে সত্যি ভালো ব্যাটিং করেছে। উইকেট ধীর গতির ছিল। শুরুতে উইকেট নিতে পারলে তারা চাপে থাকত। শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি।’

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ বলেন, ‘যখন পরিকল্পনাগুলো কাজে লাগে তখন সব কাজই সহজ হয়ে যায়। বিশেষ করে অধিনায়ক হিসেবে। প্রথম ম্যাচে সব বিভাগেই ভাল খেলেছে। দ্বিতীয় মাচেও এমন পারফরমেন্স ও ফলাফল চাই। ওয়ানডের অভাবটা বুঝতে চাই না।’