৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা

শ্রুতিলেখকের জন্য আবেদনের শেষ সময় ১৩ নভেম্বর

Printed Edition

‘৪৭তম বিসিএস-২০২৪’ এর লিখিত পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা জানিয়ে আগামী ১৩ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদনপত্রের সাথে নি¤œলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

ক. অনলাইন আবেদনপত্রের (ইচঝঈ ঋড়ৎস-১) কপি;

খ. প্রার্থীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

গ. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদফতর থেকে প্রদত্ত সনদ/ সুবর্ণ নাগরিক সনদ;

ঘ. সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের প্রত্যয়নপত্র (যেমন: দৃষ্টি প্রতিবন্ধিতার ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধিপ্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র;

বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না।

আবেদনকারী কেবল বাংলাদেশ সরকারি কর্মকমিশন হতে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।