মোহাম্মদ হাসমত আলী ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

Printed Edition

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা গত রোববার রাজধানীতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী। উপস্থিত শেয়ারহোল্ডাররা সভায় ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করেন। কোম্পানির ডিভিডেন্ট প্রদান ও কোম্পানির ক্রেডিট রেটিং AAA-তে উন্নীত হওয়ায় এবং ব্যবসার অগ্রগতিতে শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভা শেষে কোম্পানির প্রধান কার্যালয়, ঢাকায় ১৫২তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাসমত আলী পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন এবং মো: বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন।

এ ছাড়াও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: আজিজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ, এনআরসি কমিটির চেয়ারম্যান এম ইউ এ কাদের এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাশফিকুর রহমান পুনর্নির্বাচিত হন। আরো উপস্থিত ছিলেন সম্মানিত শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী। সভায় কোম্পানির পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো: জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।