পর্যটন মেলায় অফারের ছড়াছড়ি, শেষ আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা তিন দিনের পর্যটন মেলার আজ শেষ দিন। দেশের পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) -এর আয়োজনে মেলায় চলছে ছাড়ের ছড়াছড়ি। দেশ-বিদেশের নানা ট্যুর প্যাকেজ এবং হোটেল-মোটেল, রিসোর্টে ভাড়ায় ছাড় চলছে। একাধিক স্টলে রয়েছে বিদেশে উন্নত চিকিৎসাসেবার নানা অফার।

মেলায় চারটি হলে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল রয়েছে, যার মধ্যে রয়েছে বিমান সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানও। মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবায় নানা মূল্যছাড় দিচ্ছে। দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যেখানে অংশ নিতে হলে বিটিটিএফ অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত । প্রবেশ মূল্য ৫০ টাকা; তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটরেরা অংশ নিয়েছেন। এর মধ্যে থাইল্যান্ডের পৃথক ১০টি হাসপাতালে চিকিৎসাসেবার সুযোগ নিয়ে মেলায় স্টল দিয়েছে সুহা ট্রাভেল থাইল্যান্ড। এ প্রতিষ্ঠানটি রোগীদের ভিসা সংক্রান্ত কাজেও সহযোগিতা করে। রোগীর স্বজনদেরও দেয়া হয় ভিসা লেটার। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হয়।

মেলায় সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় দিয়ে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিভিন্ন প্যাকেজ দিচ্ছে সিয়াম হলিডেজ। তারা হোটেল বুকিং, বিমান টিকিট, গাড়ি, ভিসা আবেদন, ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা দিচ্ছে।

সিয়াম হলিডেজের প্রধান ভিসা পরামর্শক সোহাগ শাফি জানান, তারা মালদ্বীপ-শ্রীলঙ্কায় ৬ রাত ৭ দিন প্যাকেজে সবকিছু অন্তর্ভুক্তসহ ৮৫ হাজার ৫০০ টাকা, নেপাল ৪ রাত ৫ দিন ৪৯ হাজার ৯০০ টাকা, সরাসরি মালদ্বীপ ৪ রাত ৫ দিন ৭৫ হাজার টাকা, শ্রীলঙ্কা ৪ দিন ৫ রাত ৭৫ হাজার ৯০০ টাকা, থাইল্যান্ড-মালয়েশিয়া-সিঙ্গাপুরে ৬ রাত ৭ দিনে ৯৯ হাজার ৯০০ টাকা, মালয়েশিয়া-সিঙ্গাপুর ৪ রাত ৫ দিন ৭৯ হাজার ৫০০ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। আবার শুধু মালয়েশিয়ায় ৩ রাত ৪ দিনে ৬৩ হাজার টাকা এবং সিঙ্গাপুরে ২ রাত ৩ দিনে ৬৮ হাজার ৫০০ টাকার প্যাকেজও রয়েছে। তবে প্রতি দেশের ভিসা খরচ প্যাকেজের বাইরে।

মেলায় নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠানের স্টলও রয়েছে। ১২টি ট্যুর অপারেটর, এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান নিয়ে রয়েছে নেপালের স্টল।

অংশ নিয়েছে মালদ্বীপের ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সানস্যান্ড মালদ্বীপ। দেশের ট্যুর অপারেটরদের সাথে মিলে পর্যটনসেবা দেয় এ প্রতিষ্ঠান। তবে মেলায় তাদের সরাসরি প্যাকেজ কেনা যাবে। সানস্যান্ড মালদ্বীপের পরিচালক শাকিবা হুসেইন বলেন, ‘মেলায় আমাদের স্টলে থেকে প্যাকেজ নিলে ২৫ শতাংশ পর্যন্ত খরচ কমবে।’

এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘অতিথি’ এবং দা বেসক্যাম্প বাংলাদেশের ‘মুনলাই ইকো ট্যুরিজম’ নামের প্রতিষ্ঠান নিয়ে এসেছে কমিউনিটিভিত্তিক পর্যটনসুবিধা। ব্র্যাকের অতিথি বর্তমানে শ্রীমঙ্গল, মধুপুর, রাজশাহী ও যশোরে পর্যটনসেবা দিচ্ছে। তিন হাজার ৫০০ থেকে ১৭ হাজার ৫০০ টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ রয়েছে তাদের।

এ ছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইনস, ফ্লাই এমিরেটস, এয়ার এশিয়া, বিমান বাংলাদেশসহ বিভিন্ন এয়ারলাইনসও মেলায় নানা ছাড় দিচ্ছে। বিমান বাংলাদেশ ১১টি দেশের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। বিমান বাংলাদেশের বিপণন ও বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, মেলা চলাকালে অন্যান্য বিক্রয়কেন্দ্রেও এ মূল্যছাড় সুবিধা পাওয়া যাবে।

মেলায় কক্সবাজার, কুয়াকাটা, ঢাকাসহ বিভিন্ন স্থানে হোটেল, রিসোর্ট এবং হসপিটালে বিনিয়োগের সুযোগ রয়েছে। কুয়াকাটায় একটি ফাইভ স্টার হোটেল তৈরি করছে ম্যানগ্রোভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। সর্বনিম্ন চার লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এ হোটেলে। মেলায় বিনিয়োগ করলে ১০ থেকে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।