বরগুনা প্রতিনিধি
দক্ষিণের জেলা বরগুনায় ফের ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে বরগুনায় চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯২৪ জন। আর মৃত্যু হয়েছে অন্তত ৪০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৭৮৯ জন।
সরকারিভাবে বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর জুলাই-আগস্টের দিকে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় জেলার পথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-পাথরঘাটা উপজেলার আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা নামক এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।
শনিবার দুপুরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া তিনজনই শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে সিদ্দিক নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশালে রেফার্ড করা হলেও বরিশাল না নিয়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার প্রেশার একদমই কমে গিয়েছিল। অপর দু’জনের ডেঙ্গু উপসর্গ থাকলেও পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ কারণে তাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


