জিয়ো নিউজ
পাকিস্তান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে একটি নতুন অর্থনৈতিক সহযোগিতা কাঠামো ঘোষণা করেছে। ২৭ অক্টোবর রিয়াদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চপর্যায়ের বৈঠকে এই কাঠামো উন্মোচন করা হয়।
দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, এই কাঠামোর মাধ্যমে জ্বালানি, খনিজ, শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করা হবে। বিশেষভাবে সৌদি বিনিয়োগে বিদ্যুৎ সংযোগ প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই উদ্যোগকে ‘রূপান্তরমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সংযোগের পথে একটি বড় অগ্রগতি।’ সৌদি ক্রাউন প্রিন্স বলেন, ‘ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পাকিস্তানের উন্নয়ন লক্ষ্য পূরণে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।’
এই কাঠামো বাস্তবায়নের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে, যা প্রকল্প পর্যবেক্ষণ, নীতিগত সমন্বয় ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করবে। দুই দেশই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি পাকিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি বর্তমানে বৈদেশিক বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে। সৌদি আরবের জন্যও এটি দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের একটি সুযোগ।
এই কাঠামোর মাধ্যমে বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি, স্মার্ট কৃষি ও ডিজিটাল সংযোগ খাতে।


