পিআর পদ্ধতির নির্বাচন জনগণের কল্যাণ বয়ে আনবে : চরমোনাই পীর

Printed Edition
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশে বক্তব্য রাখেন চরমোনাই পীর : নয়া দিগন্ত
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশে বক্তব্য রাখেন চরমোনাই পীর : নয়া দিগন্ত

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কখনো জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হবে আর জাতীয় সরকার দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে। তিনি গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। দেশের অর্থ লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এরা দেশ ও জাতির শত্রু, এদের জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে আর এদের প্রেতাত্মারা এখন বিরাজমান তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ তাওহীদুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী এবং সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। চরমোনাই পীর বলেন, বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। তিনি জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান।