হার্ভার্ডের সাথে সব আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

আলজাজিরা
Printed Edition
হার্ভার্ডের সাথে সব আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
হার্ভার্ডের সাথে সব আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত সব বাকি সরকারি আর্থিক চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটিকে হার্ভার্ডকে নজিরবিহীন তদারকির আওতায় আনতে তাদের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে, যাতে হার্ভার্ডের সাথে তাদের কোনো আর্থিক চুক্তি আছে কি না এবং থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করা সম্ভব কি না, তা জানাতে বলা হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘প্রশাসন আজই সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেবে, যাতে তারা হার্ভার্ডের সাথে থাকা চুক্তি খতিয়ে দেখে তা বাতিলযোগ্য কি না নির্ধারণ করে।’ এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশের অন্যতম প্রভাবশালী শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সবধরনের ফেডারেল বা সরকারি চুক্তি বাতিলের প্রস্তুতি নিচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টির প্রায় ১০০ মিলিয়ন ডলারের সরকারি অনুদান ও চুক্তি ঝুঁকির মুখে পড়েছে। নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) একটি খসড়া চিঠি তৈরি করেছে, যেখানে সব সরকারি সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে হার্ভার্ডের সাথে তাদের বিদ্যমান চুক্তি পর্যালোচনা ও সম্ভব হলে বাতিল করতে।

চিঠির খসড়ায় উল্লেখ করা হয়েছে, হার্ভার্ড এখনো ‘জাতিগত বৈষম্যের’ মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টি ইহুদিবিদ্বেষী ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে ‘উদ্বেগজনক উদাসীনতা’ প্রকাশ করেছে, যা ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে প্রশ্ন সামনে এনেছে।