সচেতনতামূলক সভা
চাঁদপুর প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রধান মৌসুমে মা ইলিশ সংরণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাবুরবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর, শ্রীবাস চন্দ্র, স্টেশন কমান্ডার, বিসিজি, চাঁদপুর, লেফটেন্যান্ট শওকত আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মাহমুদা কুলসুম মনি। বক্তারা বলেন, দেশের জাতীয় মাছ ইলিশ রায় সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশ সম্পদ সংরণ করা আমাদের সবার দায়িত্ব। উল্লেখ্য, আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
৪ জেলে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে অস্ত্রসহ চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে শিবসা নদীর আড়বাউনি খালে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। কোস্টগার্ড দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন খুলনা ও সাতীরার চারজন জেলে। তাদের ১০ দিন ধরে মুক্তিপণের জন্য নির্যাতন করা হচ্ছিল। অভিযানে একনলা বন্দুক, দু’টি এয়ারগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বাল্যবিয়ে বন্ধ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচরের খাসিরপাড়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেছেন ইউএনও শাহ জহুরুল হোসেন। শুক্রবার দুপুরে ১০৯৮ নম্বরে কল পেয়ে তিনি বিয়েবাড়িতে উপস্থিত হয়ে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেন। বিয়েটি হচ্ছিল নিলয়িা ইউনিয়নের এক যুবকের সাথে। ইউএনও বলেন, বাল্যবিয়ে সামাজিক অপরাধ। মেয়েদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।
গণহত্যার প্রতিবাদে বিােভ
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
ইসরাইলের গাজায় বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে বিােভ মিছিল হয়েছে। শুক্রবার বাদজুমা পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে বিােভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি জহিরুল হক। বক্তব্য দেন অধ্যাপক গিয়াস উদ্দিন, মাওলানা রুহুল আমিন ফকির, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ।
বিদেশী গরু চুরি
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রানীনগরের লক্ষ্মীপুরে গুলজার হোসেনের গোয়ালঘর থেকে তিনটি বিদেশী জাতের গরু চুরি হয়েছে। তালা কেটে গরুগুলো নিয়ে যাওয়া গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ভুক্তভোগী জানান, আশপাশের পাঁচটি বাড়ির দরজাও বাইরে থেকে বন্ধ ছিল। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওসি রায়হান জানান, দ্রুত তদন্ত শুরু হবে।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে দাশুড়িয়ার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন, ট্রেন আসার শব্দ না শুনে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ওসি পুনর্বহাল
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
জনদাবির মুখে আট দিন পর রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ সুপারের আদেশে তিনি থানায় যোগ দেন। তাকে প্রত্যাহার করলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে তার পুনর্বহালের দাবি জানায়।
স্বদেশ হাসপাতাল উদ্বোধন
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
‘সাধ্যের মাঝে নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবার নিশ্চয়তা’ সেøাগানে আধুনিক চিকিৎসাপ্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার ল্েয শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বদেশ নামে একটি হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বাইপাইল মনির প্লাজায় এ হাসপাতালের যাত্রা শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভবন মালিক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইব্রাহিম হোসেন, ডা: শহিদুজ্জামান, হাসান মাহামুদ সুমন, লুৎফর রহমান, আঙ্গুর মিয়া, সাংবাদিক আলমগীর হোসেন, তুহিন আহামেদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আশুলিয়ার শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে সাধ্যের মধ্যে উন্নত এবং মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ল্েযই এই হাসপাতালের যাত্রা শুরু।



