ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান সিরি ‘আ’র সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি জুভেন্টাস। লিগে রেকর্ড চ্যাম্পিয়নও তারা। কিন্তু দীর্ঘ সময় ধরে পারফরমেন্সের সঙ্কটে ভুগছে দলটি। ধারাবাহিকভাবে নিচের দিকে ধাবিত হওয়ায় ক্লাবের সাপোর্টারদের জন্যও এক বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ড্র’র পর তিন ম্যাচে পরাজয়। সবশেষ সংযোজন লিগে লাজ্জিওর কাছে ১-০ ব্যবধানে হার। যার ফলে তাদের অবস্থান সিরি আ-তে আরো দুর্বল হয়ে পড়েছে।
সিরি ‘আ’ লিগে গত মৌসুমের শুরুটাও ভালো ছিল না জুভেন্টাসের। তবে দিন যতই গড়িয়েছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা। যা চলতি মৌসুমে শুরুতে ফলও পায় জুভরা। লিগে প্রথম তিন ম্যাচে জয়। এরপরই আবার পথ হারিয়ে বসে লিগে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা। যার শুরুটা হয় নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৪ গোলে ড্র দিয়ে। আর লিগে একে একে ভেরোনা, আটালান্টা ও এসি মিলানের বিপক্ষে ড্র। মাঝের সময়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় ভিলারিয়ালের সাথে ২-২ গোলে ড্র। এরপর গত ১৯ অক্টোবর কোমোর মাঠে ২-০তে হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে ১-০তে পরাজয় নিয়েই ফিরতে হয়েছে ইতালির সেরা দলটি। যার সবশেষটা হয়েছে গত পরশু লাজ্জিওর বিপক্ষে ম্যাচে।
প্রতিপক্ষের মাঠ স্তাদিও অলিম্পিকোতে লাজ্জিওর বিপক্ষে গত পরশু ম্যাচে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৪টি শটের পাঁচটি লক্ষ্যে রাখলেও কাক্সিক্ষত সাফল্য পায়নি জুভেন্টাস। অপরদিকে বল পজিশনে পিছিয়ে থেকে ১২ শটের তিনটি লক্ষ্যে রেখে তুমা বেসিকের একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্ট পায় লাজ্জিও। এই জয়ে ৮ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছি তারা। অপর দিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আটে অবস্থান জুভেন্টাসের।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলের পরাজয়ে আরো পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ১-০তে হারিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করেছে আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিজেদের মাঠে ২-০তে জয় বোর্নমাউথের। এভারটন থেকে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার। লিগ ৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে মিকেল আর্তেতার আর্সেনাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বোর্নমাউথ। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় টটেনহ্যাম ও গোল পার্থক্যে পিছিয়ে চতুর্থ স্যান্ডারল্যান্ড। এর পরেই ১৭ পয়েন্ট নিয়ে আছে ম্যানচেস্টার সিটি।



