সিলেটে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা

বিএইচসিআই কর্মসূচিতে ৫ লক্ষাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন

Printed Edition
সিলেটে স্বাস্থ্য বিভাগের  সমন্বয় সভা
সিলেটে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা

সিলেট ব্যুরো

বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই) কর্মসূচির আওতায় দেশের ৩১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ লাখ ৫৫ হাজারেরও বেশি রোগী বিনামূল্যে উচ্চ রক্তচাপের চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন। এদের মধ্যে গড়ে ৫৫% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। কেবল সিলেট বিভাগেই চিকিৎসা নিচ্ছেন এক লাখ ৮১ হাজারের বেশি রোগী, যাদের ৫৮% রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমানে দেশের ৪৪ জেলার ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম চলছে। ডিজিটাল অ্যাপ ঘঈউ-ইউ ব্যবহারের ফলে রোগী ট্র্যাকিং ও ফলোআপ সহজ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণের হার ২০% থেকে বেড়ে ৬০% হয়েছে।

সোমবার সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জবংড়ষাব ঃড় ঝধাব খরাবং-এর সহায়তায় পরিচালিত কার্যক্রম- বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় বিএইচসিআইয়ের সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা: দেবদুলাল দে পরাগ জানান, দেশে মৃত্যুর ৭১% অসংক্রামক রোগে এবং এর মধ্যে ৩৪% উচ্চ রক্তচাপ ও হৃদরোগে হয়ে থাকে।

সভায় সিলেট বিভাগের সব সিভিল সার্জন, সব জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন উল্লেখ করেন, বাংলাদেশে ইপিআই প্রোগামের পর বিএইচসিআই প্রোগ্রামটি এই মুহূর্তে সমৃদ্ধিপূর্ণ।

বিএইচসিআইয়ের পরিচালক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, দেশে প্রায় ২৪.৬% প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপে ভোগেন, কিন্তু মাত্র ৭ ভাগের এক ভাগ নিয়মিত চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিয়মিত চেকআপ ও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু অনেক কমানো সম্ভব। একই সাথে বিএইচসিআই বাস্তবায়ন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আরো শক্তিশালী করবে।

সভাপতির বক্তব্যে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: আনিসুর রহমান বলেন, দেশে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সরকার দেশের সবগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে এনসিডি কর্নার এর মাধ্যমে উচ্চ রক্তচাপ রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করছে।