ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
শ্রী আংটি
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

ঝর্ণার কাছে আসতেই সাপের বাচ্চাটি সওদাগরপুত্রকে বলে, হে দরদি মানব। তোমার দয়ায় আজ আমি প্রাণে বেঁচে গেলাম। তুমি দয়া করে আমাকে কিনে না নিলে ওঝারা আমাকে চিরদিনের জন্য বন্দী করে রাখত। তোমার প্রতি আমি বড়ই কৃতজ্ঞ হে দরদি বন্ধু। তুমি যদি চাও, আমি তোমাকে উপকার করতে পারি।

সওদাগরপুত্র বলে, কী উপকার করবে তুমি? তুমি তো একটি সাপের বাচ্চা মাত্র।

হু, আমি সাপের বাচ্চা বটে। তবে সাধারণ কোনো সাপের বাচ্চা নয়। আমি হলাম নাগরাজ ইন্দ্রাশার পুত্র। পাতালপুরীতে আমাদের রয়েছে বিশাল এক রাজ্য। তুমি যদি চাও, আমি তোমাকে নিয়ে যাবো আমাদের রাজ্যে। নিয়ে যাবো তোমাকে আমার পিতা নাগরাজ ইন্দ্রাশার কাছে।

কোথায় তোমাদের পাতালপুরী?

(চলবে)