নোয়াখালী অফিস ও সেনবাগ সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মৃত্যুও মাত্র ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)। তারা ছয় ছেলে তিন মেয়ের বাবা-মা।
কেশারপাড় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে বিবি মরিয়ম অটোরিকশায় স্ট্রোক করে রাস্তায় পড়ে যান। একই চিকিৎসকের কাছে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।



