হাদিসের কথা

মোজার ওপর মাসাহ করা

Printed Edition
মোজার ওপর মাসাহ করা
মোজার ওপর মাসাহ করা

হজরত মুগিরাহ ইবনে শুবা রা: বলেন, এক সফরে আমি রাতের বেলায় রাসূলুল্লাহ সা:-এর সাথে ছিলাম। তিনি আমাকে বললেন, তোমার কাছে পানি আছে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি স্বীয় বাহন থেকে নামলেন এবং চলতে লাগলেন। এমনকি শেষ পর্যন্ত রাতের আঁধারে অদৃশ্য হয়ে গেলেন। তারপর যখন ফিরে এলেন, তখন আমি পাত্র থেকে (পানি) ঢেলে দিলাম। তিনি মুখমণ্ডল ধুলেন। তাঁর পরনে ছিল পশমি জুব্বা। তিনি তা থেকে হাত দু’টি বের করতে সক্ষম হলেন না। পরিশেষে তিনি জুব্বার নিচের দিক দিয়ে হাত বের করলেন। এরপর তিনি হাত দুটি ধুলেন ও মাথা মাসাহ করলেন। তারপর আমি তাঁর মোজা খুলে নেয়ার জন্য হাত বাড়ালাম। তিনি বললেন, ছেড়ে দাও। কেননা, আমি ওগুলো পবিত্র (অজু) অবস্থায় পায়ে দিয়েছি। এরপর তিনি তার উপর মাসাহ করলেন। অপর বর্ণনায় আছে, তাঁর দেহে ছিল শামী জুব্বা; যার হাতা দু’টি টাইট ছিল।

-বুখারি-১৮২, ২০৩, মুসলিম-২৭৪, তিরমিযি-৯৭, ৯৮, ১০০, নাসায়ি-৭৯, ৮২, আবু দাউদ-১৪৯, ১৫০, ইবনে মাজাহ-৫৪৫, ৫৫০, আহমাদ-১৭৬৬৮, ১৭৬৭৫, মুওয়াত্তা মালেক-৭৩, দারেমি-৭১৩