পাইকগাছায় বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দেয়ার জন্য পাইকগাছা উপজেলায় একটি নতুন উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেছে। শনিবার খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “উন্মুক্ত মানে নকল নয়, বরং মানসম্পন্ন শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেয়া।” উপাচার্য আরো বলেন, পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্র উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে দেবে। তিনি উদাহরণ হিসেবে ৭৫ বছর বয়সে বিএ পাস করা শিক্ষার্থী সাদেক আলী প্রামাণিকের কথা উল্লেখ করেন, যা প্রমাণ করে শিক্ষা আজ জীবনব্যাপী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন। তিনি বলেন, “পাইকগাছায় উপ-আঞ্চলিক কেন্দ্র স্থাপন এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নের দ্বার উন্মোচন করবে।”

এ ছাড়াও পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বি এবং পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। তিনি বলেন, “দক্ষ মানবসম্পদ গঠন ও শিক্ষার মান রক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

নতুন কেন্দ্র ভবিষ্যতে ঘরে ঘরে সুনাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো: আনিছুর রহমান। তিনি বলেন, “পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্র শিক্ষার সুযোগ আরো সহজ করবে।”