এনডিটিভি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (২৬ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া আসিয়ান সম্মেলন সম্পর্কিত বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে নাও যেতে পারেন। বুধবার বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সময়সূচিগত সমস্যার কারণে তার এই সফর বাতিলের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই বৈঠকগুলোতে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট) সম্মেলনটি আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আসিয়ান বৈঠকগুলোতে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলে ভারত মালয়েশিয়াকে জানিয়েছে। তবে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে পারেন বলেও সম্ভাবনা রয়েছে।



