ছেলেকে জেল থেকে মুক্ত করতে পথে পথে মায়ের ভিক্ষা

Printed Edition
ছেলে জেলে থাকায় আইনজীবীর খরচ জোগাতে ভিক্ষা করছেন মা মাহিনুর বেগম : নয়া দিগন্ত
ছেলে জেলে থাকায় আইনজীবীর খরচ জোগাতে ভিক্ষা করছেন মা মাহিনুর বেগম : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

বরিশালের বাবুগঞ্জে মামাতো ও ফুফাতো ভাইবোনের প্রেমের ঘটনায় প্রেমিক মাজাহারুল ইসলাম (২১) জেলহাজতে রয়েছেন। তাকে মুক্ত করতে আদালতের বারান্দায় ও নগরীর পথে প্রান্তে ঘুরে ভিক্ষা করছেন তার মা মাহিনুর বেগম।

পুলিশ জানায়, গত ২৩ জুন মেয়ের মা আছিয়া বেগম বাদি হয়ে মাজাহারুলের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। পরে বরিশাল নগরীর পলাশপুর থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করা হয়। মেয়েকে পরিবারের জিম্মায় দেয়া হলেও ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রেমিক মাজহারের মা মাহিনুর বেগম বলেন, স্বামী বহু বছর আগে সংসার ছেড়ে চলে গেছে। ছেলে ঢাকা-বরিশাল রুটে বাসে হেলপারের কাজ করত। সেই ছিল সংসারের ভরসা। ছেলে জেলে থাকায় আইনজীবীর খরচ জোগাতে তিনি আদালত চত্বর ও মসজিদ-মাদরাসার সামনে ভিক্ষা করছেন।

এ ঘটনায় গ্রামে নানা আলোচনা চললেও অপহরণ মামলা চলমান রয়েছে।