ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে চললেও ঘরোয়া লিগে বর্ণহীন পিএসজি। লিগ টেবিলের নিচের দিকের দল লোরিয়েন্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে শিরোপাধারীরা। প্রতিপক্ষের মাঠে ১-১ ব্যবধানে ড্রয়ের ম্যাচে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিজিরে দুয়েকেও হারানোর ধাক্কাও খেয়েছে দলটি। এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে উদিনিচকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে জুভেন্টাস। ফিওরেন্টিনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় ইন্টার মিলানের।



