ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি কি খেলবেন আগামী বছর অর্থাৎ ২০২৬ এর বিশ্বকাপ। এ প্রশ্ন সবার মুখে মুখে। ল্যাতিন দেশ আর্জেন্টিনা থেকে শুরু করে উত্তর আমেরিকার দেশ কানাডা, ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড পেরিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র সামোয়া, ভানুয়াতু, এশিয়ার চীন থেকে আফ্রিকার সর্ব দক্ষিণের দক্ষিণ আফ্রিকা সবখানেই এ প্রশ্নের উত্তরের অপেক্ষা। বিশ্ব ফুটবলের শত কোটি ফুটবল ভক্তদের জন্য আশার খবরই শোনালেন আর্জেন্টিনার এ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে সরাসরি খেলবেনই এ কথা বলেননি। আগামী বছরের বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশের সাথে শর্তও জুড়ে দিয়েছেন ইন্টার মিয়ামির এ ফুটবলার। জানান, আমি অবশ্যই বিশ্বকাপে থাকতে চাই। সেখানে খেলার সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে তা নির্ভর করছে আমার শরীরের অবস্থা এবং দলের আমার অবদান রাখার ক্ষমতার ওপর।
এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সর্বশেষ দুই কোপা আমেরিকা এবং কাতার বিশ^কাপের চ্যাম্পিয়ন এ অধিনায়ক জানান, আমি অবশ্যই সেখানে থাকতে চাই। সন্তুষ্টিটা তখনই আসবে যদি আমি শতভাগ ফিট থাকি এবং জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।’ ইন্টার মিয়ামির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। তার মতে, ইন্টার মিয়ামিতে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করার পর আমি প্রতিদিনের অবস্থা দেখে বুঝতাম আমি ফিট কি না। তাই আমি কিন্তু খুবই আগ্রহী। কারণ এটাতো বিশ^কাপ। তা ছাড়া সর্বশেষ বিশ্বকাপটা জিতেছি। এটা ধরে রাখার মিশনটাও বিশেষ কিছু। জাতীয় দলের হয়ে খেলাটা অবশ্যই স্বপ্নের। আর অফিশিয়াল টুর্নামেন্টতো বিশেষ কিছু। সৃষ্টিকর্তা চাইলে আমি খেলতে সেখানে থাকতে পারব।
সাক্ষাৎকারে মেসি আরো জানান, আমি সব সময়ই বলেছি খেলা চালিয়ে যাবো কি না তা নির্ভর করছে আমার প্রতিদিনের অনুভূতি এবং ফিটনেস ও মানসিক অবস্থার ওপর। এ বছরটা আমার দারুণ কাটছে। ইন্টার মিয়ামিতে ভালোই আছি। আমার পরিবারও তাই।
এ বছর মিয়ামির হয়ে দারুণ ফর্মে তিনি। ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট।



