উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের শোক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গতকাল দুপুরে উত্তরার আকাশে যে বিকট শব্দটা হয়েছিল, তা শুধু একটি বিমানের ছিল না। তাতে ভেঙে পড়েছিল অসংখ্য স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যৎ। মাইলস্টোন স্কুল ও কলেজের নিরীহ শ্রেণিকক্ষে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে অনেক অমূল্য প্রাণ। বিকট শব্দের পরপরই কান্নায় ভেঙে পড়ে ক্লাসরুমগুলো। ছোট ছোট শিশুদের চোখে তখন শুধুই ভয়, ব্যথা আর অপার প্রশ্ন! গার্ডিয়ানদের নির্বাক নয়নযুগল খুঁজে বেড়াচ্ছিল সন্তানদের। বেঁচে আছে নাকি ঝলসে গেছে হৃদয়গ্রাহী চাহনিতে তা ছিল স্পষ্ট। রাত ৯টা পর্যন্ত খবর নিহত ২০ আহত দুই শতাধিক। আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পতাকা থাকবে অর্ধনমিত।

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি’।

বিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিহতদের পরিবারের প্রতি বিসিবি গভীর সমবেদনা জানাচ্ছে।’

বাংলাদেশ ক্রিকেটের তামিম, মাশরাফি, সাকিব, মিরাজ, মুমিনুল, লিটন, তাসকিন, শেখ মাহেদীসহ অনেকেই সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন। তামিম লিখেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সব কিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার ছবি-ভিডিও লাইভ দেখাবেন না।