দাগনভূঁঞা (ফেনী) সংবাদদাতা
ফেনীর দাগনভূঁঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি সড়ক দীর্ঘদিন অচল থাকায় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজেদের উদ্যোগে মেরামতে নেমেছেন এলাকাবাসী। গত শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দেলু ডাক্তার বাড়ি জামে মসজিদ সড়কে এ কাজ শুরু হয়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধীরে ধীরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা। বিভিন্ন দফতরে যোগাযোগ করেও দ্রুত কোনো পদক্ষেপ না আসায় এলাকার তরুণদের সাথে নিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ মাতুভূঁইয়া ইউনিয়নের সাবেক ছাত্র প্রতিনিধি নাহিদুল আবেদীন সৈকতের উদ্যোগে সচেতন নাগরিকদের উপস্থিতিতে সড়কটি সংস্কার করা হয়। কাজে অংশ নেন হৃদয়, পেয়ার আহমদ, মাসুদ, নেজাম, খোকন, এমরান, ছুট্টু, স্বপন, উষা, রাফিসহ অনেকে।
উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দা নাহিদুল আবেদীন সৈকত বলেন, প্রশাসনকে বারবার জানালেও দ্রুত কোনো উদ্যোগ দেখা যায়নি। চলাচলের স্বার্থে আমরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সাময়িকভাবে মেরামত করেছি। সরকারের কাছে জোর দাবি, জনস্বার্থের এ সড়কটি দ্রুত পুনঃর্র্নিমাণ করা হোক।
এলাকাবাসীর আশা, সাময়িক সংস্কারের ফলে চলাচল কিছুটা স্বাভাবিক হলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারি পুনঃর্র্নিমাণ কাজ শুরু হবে।



