আল্লাহর জন্যই যা আছে আসমানগুলোতে ও যা আছে জমিনে। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ সেগুলোর হিসাব তোমাদের কাছ থেকে নেবেন। এরপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেবেন। আর আল্লাহ সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।
- সূরা বাকারা, আয়াত-২৮৪



