ট্রাম্প ইরান ইস্যুতে নেতানিয়াহুকে একই অবস্থানে চান

আলজাজিরা
Printed Edition

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ বার্তা দিয়েছেন যে ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একই রকম হয়। গত সোমবার ইসরাইল সফর শেষ করেছেন ক্রিস্টি নোয়েম। পরে ফক্স নিউজকে তিনি বলেন, নেতানিয়াহুর সাথে তার খোলামেলা ও সরাসরি আলোচনা হয়েছে।

ক্রিস্টি এমন এক সময় এ মন্তব্য করলেন, যখন মার্কিন ও ইরানি কর্মকর্তারা রোমে পারমাণবিক ইস্যু নিয়ে পঞ্চম দফা আলোচনা শেষ করলেন। ক্রিস্টি নোয়েম বলেন, এসব আলোচনার অগ্রগতি কেমন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগোনো কতটা গুরুত্বপূর্ণ, সেসব নিয়ে প্রধানমন্ত্রীর (নেতানিয়াহু) সাথে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে আমাকে এখানে পাঠিয়েছেন।

গত রোববার ট্রাম্প ইঙ্গিত দেন, (ইরানের সাথে) আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি সাংবাদিকদের বলেন, ইরানের সাথে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি জানি না, দুই দিনের মধ্যে আপনাদের ভালো, না খারাপ খবর দিতে পারব। তবে আমার মনে হচ্ছে, সেটা ভালো কিছুই হবে। গত সপ্তাহে সিএনএন এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনার মধ্যেও ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইরানও যেকোনো ইসরাইলি হামলার কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা বানচাল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছে ইরান। ইসরাইল শুরু থেকেই ইরানের পরমাণু আলোচনার ব্যাপারে সন্দিহান। নেতানিয়াহু অনেক বছর ধরে বলে আসছেন, ইরান শিগগিরই পারমাণবিক বোমা তৈরি করবে। ইসরাইলি কর্মকর্তারা দেশকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখেন। কারণ তাদের দাবি, ইরান এ অঞ্চলে ইসরাইলবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।